সিজেকেএস ক্রিকেট কমিটির সাথে ২য় বিভাগ ক্রিকেট লিগে ২০২৪ এ অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা ৫ মে, রোববার, সন্ধ্যা ৭টায় এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভায় ক্রিকেট কমিটি এবং ২য় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী নিম্মোক্ত দলসমূহের সাধারণ সম্পাদক/স্টেডিয়াম প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। দলগুলো হলো: রিজেন্সী এস সি, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, রাফা ক্রিকেট ক্লাব, এলিট পেইন্ট আর সি, চট্টগ্রাম আবাহনী লিমিটেড (জুনিঃ), আবেদীন ক্লাব, পি.ডি.বি রিক্রিয়েশন ক্লাব, সিটি ক্লাব, বঙিরহাট ইয়ং ম্যানস ক্লাব, কল্লোল সংঘ গ্রীণ, চিটাগাং রয়েল, লিটল ব্রাদার্স, ইয়ং স্টার ক্লাব, কোয়ালিটি ব্লুজ, কে এম স্পোর্টিং ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।