বর্তমানে পৃথিবীর অনেক দেশে এডিস কিংবা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে নালা নর্দমায় ময়লা আবর্জনার দীর্ঘদিনের স্তূপ টায়ারে কিংবা টবে ইত্যাদিতে দীর্ঘদিন দূষিত পানি ভর্তি এডিস মশার উৎপত্তি অপরিষ্কার অপরিচ্ছন্ন এডিস মশার অভয়ারণ্য বাংলাদেশে ডেঙ্গুর প্রবণতা বেশি চট্টগ্রাাম অঞ্চলে পরিবারের একজনের শরীরে ডেঙ্গু প্রবেশ করলে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়েছে দ্রুত প্রতিনিয়ত ছুটে চলেছেন রোগী এবং স্বজনরা হাসপাতালে কিংবা ডাক্তারের চেম্বারে আমাদের দেশে যেকোনো দুর্যোগে অসহায়ত্বের সুযোগে উৎপেতে বসে থাকে সুযোগ সন্ধানী অসাধুচক্র করোনাকালে মানুষের সাথে যে প্রতারণা অনিয়ম হয়েছিল বর্তমানে ডেঙ্গুর প্রবণতা সময় ব্যতিক্রম নই জ্বর সর্দি ব্যথা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করতে গেলে কেউ আদায় করছে অতিরিক্ত ফি আবার কেউ দিচ্ছে ভুল রিপোর্ট শরীরের পুষ্টি আয়োডিন ঘাটতিতে ডাবের পানি পান করার জন্য যে ডাব ৮০ টাকায় বিক্রি হতো দুর্যোগ কালে সেটি ১৮০ টাকা ওষুধ ক্রয়ের জন্য ফার্মেসীতে গেলে উন্নত মানের অধিকাংশ ওষুধ নকলে ভরা হাসপাতালে সিকিউরিটি আনসার বাহিনীকে অতিরিক্ত টাকা দিলেই রোগীর সঙ্গে করা যায় দেখা আর টাকা না দিলে হয় স্বজনদের উপর ভয়াবহ ভীষণ চড়া কারো কারো ক্ষেত্রে এই সময়টাতে ফেরা হয় না ঘরে পাড়ি জমাই পরপারে।