জাতীয় নির্বাচনে যেন শিক্ষার্থীদের পরীক্ষা বাধাগ্রস্ত না হয়

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। ইসির তথ্য মতে, নভেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার সাথে সাথে সারাদেশে বেজে উঠবে নির্বাচনের ডামাডোল। এই সময় অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সারাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্য়ায়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা। এই সমাপনী পরীক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয় এবং আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উঠার আনন্দে উদ্বেলিত থাকে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমি বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিবিদদের প্রতি অনুরোধ করছি আপনাদের রাজনৈতিক মতানৈক্যের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশের জন্য এই সময় সারাদেশে অনুষ্ঠিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশু শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা অনুষ্ঠানে যেন বিঘ্ন না ঘটে।

আবদুর রহিম

মতিয়ারপোল,

কমার্স কলেজ রোড।

পূর্ববর্তী নিবন্ধলালন সাঁই : মানবতাবাদী সাধক
পরবর্তী নিবন্ধডেঙ্গু জ্বরের থাবায় রোগীর স্বজন দিশেহারা