ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মুহাম্মদ নূরুল আমিন সওদাগর (৬৮) গত ১ সেপ্টেম্বর নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
( ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি–নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেন শহীদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মতিন, কমর উদ্দিন সবুর, আতিকুর রহমান, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ আমির হোসেন সোহেল, হাফেয মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মহিউদ্দিন সায়েম, সাজ্জাদুর রহমান সাব্বির। মরহুমের প্রথম জানাযা গতকাল শনিবার ফটিকছড়ি দ. ধর্মপুর হাজী মোশাররফ আলী সও. জামে মসজিদ
মাঠে অনুষ্ঠিত হয়। আজ রোববার বা’দ জোহর ২য় জানানজা সকাল ১০ টায় টেরিবাজার হযরত কাতাল শাহ (রহ.) মাজার সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












