নাসিরাবাদে র‌্যাংকন এফসি প্রপার্টিসের কাসা ক্রাউন প্রকল্প হস্তান্তর

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

র‌্যাংকন এফসি প্রপার্টিজ নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত তাদের প্রকল্প ‘কাসা ক্রাউন’ হস্তান্তর করেছে। এ উপলক্ষে সম্প্রতি প্রকল্প প্রাঙ্গণে ওয়েলকাম মিট অনুষ্ঠানের আয়োজন করে ডেভলপার প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন এবং ভূমি মালিক হামিদা নাসরিন চৌধুরী অন্যান্য অ্যাপার্টমেন্ট মালিকদের সাথে নিয়ে কেক কেটে এই আনন্দঘন উপলক্ষ উদযাপন করেন। এই প্রকল্পের ভূমি মালিক তার বক্তব্যে বলেন, আমি এই প্রজেক্টের একজন অংশীদার হিসেবে গর্বিত এবং আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে।

প্রতিষ্ঠানের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, যে কাসা ক্রাউনসহ অনেক প্রকল্প এ বছর হস্তান্তর হবে। ডেভলপার হিসাবে গ্রাহক এবং ভূমি মালিকদের যে আস্থা এবং বিশ্বাস র‌্যাংকন তৈরি করেছে তা নতুন উচ্চতায় নিয়ে যেতে পরিবেশ বান্ধব গ্রিন আবাসন তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে তাদের টিম।

প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী সকলের প্রতি ধন্যবাদ জানান। আগামীতে নতুন নতুন প্রকল্পে চমকপ্রদ সুবিধা নিয়ে র‌্যাংকন হাজির হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে জিএম কন্সট্রাকশন বিশ্বজিৎ চৌধুরী, হেড অব সেলস রায়হান ইসলাম বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধঅপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয় লায়ন মোহাম্মদ ইমরানের
পরবর্তী নিবন্ধ২১ আগস্টের হোতাদের রাজপথেই প্রতিরোধ করা হবে