বিভিন্ন স্থানে শোক দিবস পালন

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক : জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহ্‌ফিলের আয়োজন করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহ্‌ফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের সকল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন।

চিটাগাং উইম্যান চেম্বার : চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিডব্লিওসিসিআই এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা সাংসদ সাবিহা নাহার বেগম। সভায় সিডব্লিওসিসিআই এর ভাইসপ্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক বেবী হাসান, শামীম মোর্শেদ, সীমা খাতুন, সাবিনা কাইয়ুম, রেবেকা নাছরিন, শাহেলা আবেদীনসহ সিডব্লিওসিসিআই এর সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উত্তর কাট্টলী ওয়ার্ড আ.লীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হারুন উর রশীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন জুয়েল, মো. ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, হাজী আবুল কালাম আবু, মাস্টার মো. কামাল উদ্দিন, মো. কায়সার চৌধুরী, মো. আবু সুফিয়ান, সিরাজুল মোস্তফা আজাদ, তাজুল ইসলাম চৌধুরী তাজু, হাজী মো. ইদ্রিস মিয়া, আলহাজ মীর কাসেম দুলাল প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ড: জাতীয় শোক দিবসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ড এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ। পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আহমদ নুর, বীর মুক্তিযোদ্ধা প্রদ্যুৎ কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বীর মুক্তিযোদ্ধা নাজিমুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আসলাম মিঞার ছোট ভাই মোহাম্মদ ইদ্রিস।

শোক দিবস উদযাপন পরিষদ পাঠানটুলী ওয়ার্ড: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ রিয়াজুল করিম বিলাস, রহিম দাদ খান বাদশা, শেখ কামাল, মো. আরিফ, সাব্বির দিদ্দিক, নূর খান, মো. সেলিম, আবু সালেহ বাপ্পী, সৈয়দ মঈনুল করিম বিপন, মো. জাবেদ, মো. আরিফ, নূর মোহাম্মদ, মহানগর মো. জানে আলম, পিনাক ভৌমিক, মো. সাকিব প্রমুখ।

উত্তর জেলা যুব মহিলা লীগ : উত্তর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে এক আলোচনা সভা অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। বক্তব্য রাখেন পারভীন আক্তার, সুমায়তুন নাহার বৃষ্টি, ফাতেমা নার্গিস হেলনা, টুম্পা দে, ইয়াসমিন আকতার প্রমুখ।

রাউজান হলদিয়া উচ্চ বিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান হলদিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মো. আবু জাফর শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক নিরঞ্জন কুমার চক্রবর্তী। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. শাহাবুদ্দিন, আমির হোসেন, শিক্ষানুরাগী সদস্য এসএম মুছা, সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস, শিল্পী দে, লিপি দেব, জাহিদুল ইসলাম, শাহ আলম, সাবেক ইউপি সদস্য খায়রুল বশর, সিনিয়র শিক্ষক ওমর ফারুক, প্রমুখ।

চট্টগ্রাম মোহামেডান : চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব ও মোহামেডান স্পোটিং ক্লাব ব্লুজের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সভা শেষে মোনাজাতে ১৫ আগস্ট নিহত শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্য ও স্বজনদের রুহের মাগফেরাত কামনা করা হয়। মোহামেডান স্পোটিং ক্লাবের অতিরিক্ত সাধারন সম্পাদক মোহাম্মদ ইউচুফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, নজরুল ইসলাম লেদু, শাহবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল হাসেম, মো. শাহজাহান, নাসির মিয়া, কাউন্সিলর মাকসুদুর রহমান, জহির আহমেদ চৌধুরী, সাদেক হোসেন পাপ্পু, আবু সৈয়দ, মাকসুদুর রহমান মাসুদ, ইয়াছিন আরাফাত পাপলু, আইনুল কবির জিতু প্রমুখ।

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স : প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সবাংলাদেশের (পিএসডিইবি) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি প্রকৌশলী রাজীব চৌধুরীর সভাপতিত্বে জেলা আইডিইবি হলে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। প্রকৌশলী সুপন বড়ুয়া চৌধুরী ও প্রকৌশলী মহসিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী এনামুল হক সাগর। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আবদুল কুদ্দুছ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি প্রকৌশলী দেওয়ান মকসুদ, মো. নুরুল কবীর, মো. জসীম উদ্দীন। বক্তব্য রাখেন মো. হারুন ভূঁইয়া, আলীম শাহ্‌, রফিকুর রহমান, আবিদুর রহমান, মো. আলমগীর হোসেন, রফিকুল রহমান নান্টু, শারমিন আক্তার সীমা, অনুপম বাশার, রাহুল কান্তি বড়ুয়া, ইমাম উদ্দীন মিজান, হেফাজত ইসলাম বাবলু, সৈকত বণিক, প্রসেনজিৎ পাল প্রমুখ।

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিউরোসার্জন অধ্যাপক ডা. কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোঃ আলী ফারুক চৌধুরী, মোঃ এমরান, মোঃ জানে আলম জিসান চৌধুরী, লোকমান হাকিম, সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল, আর কে মুহুরী, সেবিকা মুখার্জি, আতিকুল ইসলাম, কামরুল ইসলাম, শিখা রাণী দেবী, এস এম ফয়সাল, সাজিয়া আফরিন কুহেলি প্রমুখ।

মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক সুনিল কান্তি দে এর সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক সমর রায় নাথ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য অঞ্জন কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠক রিমন মুহুরী, সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ, জলি পারিয়াল, লিটন কুমার শীল, স্বাতী রাণী শীল, মোঃ ইমাম হাসান, শাকি দে, রুজী দাশ, সুদীপ্ত চৌধুরী, জগন্নাথ চন্দ্র দাশ, তামান্না সুলতানা, জয়শ্রী কুণ্ড প্রমুখ।

মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ: চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নতুন বাজার ফিশারীঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী মৎস্যজীবী লীগ মহানগর সভাপতি আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হায়দার খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সফর আলী, আবদুল মান্নান ফেরদৌস, কাউন্সিলর নাজমুল হক ডিউক। এছাড়া আরো বক্তব্য রাখেন মোজাম্মেল হক চৌধুরী, জাফর আহম্মদ চৌধুরী, কাউসারুজামান, শরিফুজ্জামান, কে এম ফজলুল হক, কামরুল হক চৌধুরী, টুটুল ভট্টাচার্য্য, হাফেজ ইসমাইল, সেলিম উল্লাহ, সেলিম উর রহমান, আনিসুর রহমান আনিস, জয়নাল আবেদীন, আনছার হোসাইন, প্রবীর দাশ, শামসুল আলম, রাসেল বড়ুয়া, মো. আজিজ সওদাগর, মো. এরশাদ, মো. নুরুল আমিন, আবুল বশর, জসীম উদ্দিন, মনিরউল হক, সুরেশ দাশ, হারুনুর রশিদ, রিপন, স্বপন, হাসান মাহবুব, মো. ইব্রাহিম, সেলিম উদ্দিন সেকু, সাইফুদ্দিন রাসেল, জয়নাল আবেদীন, সৈয়দ নুর, আব্দুর শুক্কুর, আবদুর নুর টিপু, সালাউদ্দিন মুসা, মো. ইউসুফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশুধু সনদ দিয়ে কাজ হবে না, কার্যকর প্রশিক্ষণ দিতে হবে
পরবর্তী নিবন্ধটেকনাফের নাফ নদীতে আড়াই কেজির জোড়া ইলিশ, দাম ১২ হাজার টাকা