পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। তিনি গতকাল সোমবার চকবাজার ওয়ার্ডের হযরত মৌলানা মুহাম্মদ আলী শাহ লেইন, হাসমত উল্লাহ মুন্সেফ লেইন, আবদুল হাকিম লেইন, সূফী আবদুল অদুদ লেইন, দেরাজ মিয়া লেইন, আকবর শাহ লেইন ও টুপিওয়ালাপাড়া সহ বিভিন্ন এলাকায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এবং এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক সুলতান, মোহাম্মদ নুরুন্নবী, মো. শহিদুল হক মিন্টু, ইমরুল হাসান, বিপ্লব দে, সাইফুল ইসলাম রুবেল, কায়ছার হামিদ অভিক, নিজাম উদ্দিন আহাদ, জসিম উদ্দিন সুমন, মোহাম্মদ আমির, অনিন্দ্য বৈদ্য সানি, সাদ্দাম হোসেন ইভান, সুভাষ মল্লিক সবুজ, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ হায়দার, তনায়েম আহমেদ রুবেল, গিয়াস উদ্দিন সাজিদ, মিঠুন চক্রবর্তী, ছোটন মিত্র, রাইসুল আহমেদ রিয়ান, আকিব হাসান ফারাবী, মোহাম্মদ ইয়াছিন শুভ, মোহাম্মদ হাকিম, আলাউদ্দিন আরিফ, মো. ইমাম হোসেন, সৌরভ উদ্দিন বাপ্পা, মোহাম্মদ রুবেল, বাবলু, মোহাম্মদ আবদুল্লাহ, আহসানুল করিম প্রমুখ।