ফাজিলপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির সম্মেলন

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ ফাজিলপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী এবং ২য় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সমিতির আর্থিক বিবরণী সদস্যদের সামনে তুলে ধরা হলে সবার সম্মতিতে তা পাশ করা হয়। অনুষ্ঠানে ফাজিলপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

এতে অতিথি ছিলেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুল হক রিপন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার, সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাচ্চু, উপদেষ্টা শাহজাহান লিটনসহ অন্যরা।

বক্তব্যে অতিথিরা ফাজিলপুরের উন্নয়নে সবসময় একে অপরের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন। ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন কৃষির মাধ্যমে ফাজিলপুরকে বেকারমুক্ত করার ঘোষণা দেন।

সম্মেলনে সমিতির নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় মোহাম্মদ শাহ আলমকে এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মান্নান বাচ্চুর নাম ঘোষণা করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে সদস্যরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন পরিবারের জন্য রোটারি ক্লাব আগ্রাবাদের ঘর নির্মাণ কাজ শুরু
পরবর্তী নিবন্ধচিটাগাং এক্স শাহীনের সভা