চুয়েটে এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্‌স রিসার্চ ল্যাব উদ্বোধন

| বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগে ‘এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্‌স রিসার্চ ল্যাবরেটরির (এসিএমআরএল) উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত উক্ত ল্যাবের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগসহ চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউনেস্কোর অধীনে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের গবেষণা অনুদান চুক্তির আওতায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। প্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করবেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী।

এছাড়া গবেষক হিসেবে আরও কাজ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. নুসরাত জাহান ও সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। এছাড়া উক্ত গবেষণা প্রকল্পের সাথে চুয়েট এবং দেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, তুরস্কের গাজী ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি অব কলকাতার গবেষণা সম্পর্কিত কোলাবোরেশন রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত গবেষণাগারে বর্তমানে দুজন পিএইচডি, দুজন এমফিল ও ১২ জন এমএসসি পর্যায়ে ছাত্রছাত্রীর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মাদক ব্যবসায়ী আটক, ৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার
পরবর্তী নিবন্ধআমরা সবাই রাজা