শুধু ‘লি’ বাদ, ব্যাংকের নামের শেষে এখন থাকবে ‘পিএলসি’

| বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

এতদিন বাংলাদেশের ব্যাংকগুলোতে নামের শেষে শুধু ‘লি (লিমিটেড)’ থাকলেও এখন তা প্রতিস্থাপিত হবে ‘পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি)’ দিয়ে। ‘পিএলসি’ যুক্ত করতে দেশে কার্যরত সব ব্যাংকের কাছে গতকাল বুধবার নির্দেশনা গেছে বাংলাদেশ ব্যাংক থেকে। তাতে বলা হয়েছে, ‘সীমিতদায় পাবলিক কোম্পানি হিসেবে ব্যাংকসমূহকে উহার নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানী বা পিএলসি’ শব্দ লিখতে হবে।’ খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ২ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধহালিশহরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২