ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ২ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে দুই রোহিঙ্গা শিশু। গতকাল বুধবার দুপুরে উখিয়ার ৮/ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুরা হল ওই ক্যাম্পের ওবায়দুল্লাহর মেয়ে উম্মে হাফসা (১১) ও আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ ()

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ ঘটনায় শিশু হাফসা কোমরে ও ফয়েজ ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লায় ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ ১
পরবর্তী নিবন্ধশুধু ‘লি’ বাদ, ব্যাংকের নামের শেষে এখন থাকবে ‘পিএলসি’