ফের রাতভর বিক্ষোভে কাঁপল ইরান

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী আন্দোলনের তেজ কিছুটা কম বলে মনে হলেও রাতভর বিক্ষোভ ফের ইসলামী প্রজাতন্ত্রটিকে কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানী তেহরানসহ অনেকগুলো শহরে বিক্ষোভ শুরু হয়ে গত মাসে ফাঁসিতে ঝোলানো দুই বিক্ষোভকারীর চল্লিশা শুরুর রাত পর্যন্ত চলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসব বিক্ষোভের ভিডিও শুক্রবার অনলাইনেও এসেছে। ইরান গত ৮ জানুয়ারি মোহাম্মদ মেহদি কারামি ও

মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসির দড়িতে ঝোলায়, ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করে আরও দুইজনের। খবর বিডিনিউজের।

ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, কঠোর হিজাব আইন না মানার অভিযোগে গ্রেপ্তার কুর্দিইরানি তরুণী মাশা আমিনি নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার পর। কঠোর ওই হিজাব আইনের কারণে দেশটিতে ঘরের বাইরে নারীদের শরীর ও মাথার চুল ঢেকে রাখতে হয়।

তেহরানের বেশ কয়েকটি এলাকার পাশাপাশি কারাজ, ইস্ফাহান, কাজভিন, রাশত, আরাক, মাশহাদ, সানানদাজ, করবেহ ও খুজেস্তান প্রদেশের ইজেহতে বিক্ষোভের বিষয়টি শুক্রবার অনলাইনে পাওয়া ভিডিও থেকে জানা গেছে।

শিয়া সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র হিসেবে পরিচিত উত্তরপূর্বের মাশহাদ শহরের বিক্ষোভ বলে মনে হওয়া এক ভিডিওতে আন্দোলনকারীদের চিৎকার করে ‘আমার শহীদ ভাইয়েরা, আমরা তোমাদের রক্তের বদলা নিব বলতে শোনা গেছে। বেশকিছু ভিডিওতে শুক্রবার ইরানের সংখ্যালঘু বালুচ সম্প্রদায়ের আবাসস্থল দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তানবালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বড় বিক্ষোভের দৃশ্য দেখা গেছে।

রয়টার্স জাহেদানের বিক্ষোভের তিনটি ও তেহরানের একটি বিক্ষোভের ভিডিওর সত্যতা নিশ্চিত হতে পেরেছে। এদিকে ইরানের বিচারবিভাগ ধর্ষণের অভিযোগে এক পুলিশ কমান্ডারকে কারাদণ্ড দিয়েছে। ৩০ সেপ্টেম্বরের বিক্ষোভের আগে ধর্ষণের ওই ঘটনা আন্দোলনকারীদের তাঁতিয়ে দিয়েছিল, জাহেদানে সেদিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী তুমুল বলপ্রয়োগ করলে অন্তত ৬৬ জন নিহত হয় বলে দাবি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টার হারালো ফ্রেন্ডস ক্লাবকে
পরবর্তী নিবন্ধকলকাতায় নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস