গাউসুল আযম মাইজভাণ্ডারীর পাঠশালা থেকে সততা, দেশপ্রেম, নৈতিকতা, মনুষ্যত্ব অর্জন এবং আদর্শ মানুষ হওয়ার কার্যকর শিক্ষা দেয়া হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নে গাউসুল আযম মাইজভাণ্ডারী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী একথা বলেন।
সৈয়দ গোলামুর রহমান আল হাসানী বাবাভান্ডারী (ক.) স্মরণে এই কনফারেন্সের আয়োজন করে কদমতলী আশেকানে গাউসুল আযম মাইজভান্ডারী ফোরাম। গত ২৯ জানুয়ারি আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজল করিম মাইজভাণ্ডারী। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ রেজার সঞ্চালনায় কনফারেন্সের উদ্বোধক ছিলেন মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী।
বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী, শাহ্জাদা আহমদুল হক মাইজভাণ্ডারী, মোহাম্মদ ইমরান হোসাইন মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন ইউপি সদস্য হাছান সিকদার, মুহাম্মদ নাছের, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ সাইফুদ্দীন প্রমুখ।












