প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন পিজিত মহাজন ও অন্যন্যা আচার্য্য। গানের কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী। সুর ও সংগীতে রপতনু রুপু। আগামী ১৭ জানুয়ারি গানটি প্রকাশিত হবে পিজিত মহাজনে অফিসিয়ালে। পিজিত জানান, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে গান সব সময় স্পেশাল। রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়। যে বিদ্যালয়ে আমার সংগীতের শুরু হয়েছি। খবর বাংলানিউজের।
সেখানকার সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে এই গানের আয়োজন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর নির্দেশনাও দিয়েছেন পিজিত।