আমি কাকে কি বলবো এই মুছে যাওয়া বেটারি গলি
এবং পূর্ণতা ভাঙা পুকুর, ডোমের জলাশয় কিংবা
ফলনশীল রমণীর স্বরে ভোরবেলার নদী ঘাটের কথা।
যারা আজ সমস্ত স্পর্শ বুঝতে পারে প্রেমিকের দ্বারা
ধীরে ধীরে তাবৎ আস্তে আস্তে বসতি স্থাপন পর্যন্ত্ত
এখন অজানা কি? অনুচ্চ এক সত্যিকারের শুষ্ক গাছ
শুয়ে আছো সেই পথে, হঠাৎই সে কারণ ভূমি বারবার।
হে, প্রতিশ্রুতির বিষয়বস্তু কখনো বধির একা অতীতে
দাও দেহের তীর্থযাত্রা, প্রবালের সব পাপপুণ্য ক্রোধ;
দাবি করো দর্শকের চোখ- শিশুর নগ্নভাবের সৌন্দর্য
যেহেতু আমরা ন্যায্য ও নিরীহ আলোর আলপথ দেখি;
পরিশেষে আত্মা রাখি চোখের এমন একটি পৃথিবীতে
যেখানে স্থাপন করি আদিনাথ, গোলকের ভ্রু বিজারণ।