মুশতারী শফী বাংলাদেশের ইতিহাসে আদর্শের প্রতীক হয়ে থাকবেন

উদীচীর স্মরণসভায় বক্তারা

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

কবি আবুল মোমেন বলেছেন, বেগম মুশতারী শফি মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপোষ করেননি। জীবনের শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থেকেছেন। তিনি যেমনি নিজেকে যেমন সমাজের জন্য বিলি দিয়েছেন, তেমনি যারা মানবমুক্তির জন্য কাজ করেছে তাদেরকে আপন করে নিয়েছেন। তিনি নিজেকে একটি আদর্শের প্রতীক হিসেবে চিহ্নিত করে দিয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছেন।
গতকাল শুক্রবার নগরীর ফুলকি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহীদজায়া, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রয়াত সভাপতি বেগম মুশতারী শফির প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
জীবনের শত প্রতিকূলতার মাঝে নিজের সংগ্রাম ও আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি উল্লেখ করে কবি আবুল মোমেন বলেন, বেগম মুশতারী শফি সর্বস্তরের মানুষের জন্য লড়াই করে গেছেন। এটা একটি আদর্শিক চেতনার বন্ধন।
ড. আনোয়ারা আলম বলেন, বেগম মুশতারী শফি একুশে পদক, স্বাধীনতা পদক বা রাষ্ট্রীয় পদকে ভূষিত হন নি যা রাষ্ট্রের জন্য অপমানজনক। মুক্তিযুদ্ধে নারীরা রনাঙ্গনে যেভাবে যুদ্ধে করেছে সেটা তিনি তাঁর কলমে ফুটিয়ে তুলেছেন। ভবিষ্যতে আর কেউ বেগম মুশতারী শফি হতে পারবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেছেন, বেগম মুশতারী শফি এমন একজন মানুষ যিনি বাংলাদেশের ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের ইতিহাসের একটি কোণায় উনি আশ্রয় নিয়ে ফেলেছেন। উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী, পরিবারের পক্ষে বেগম মুশতারী শফির জামাতা আবদুল্লাহ জাফর। স্মরণসভায় বেগম মুশতারী শফির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সংগীত পরিবেশন করেন রক্তকরবী, উদীচীর শিল্পীরা এবং শহীদ জননীর সন্তান রুমানা শফী। আলোচনা পর্ব শেষে বেগম মুশতারী শফীর জীবন ও কর্ম নিয়ে শৈবাল চৌধুরীর পরিচালনায় ‘বিস্মৃত অধ্যায়’ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে দোভাষ জামে মসজিদের পুনঃসংস্কার কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআজ চবি ২৬তম ব্যাচের মিলন মেলা