মহানবীর (দ.) আদর্শ অনুসরণে মানবিক সমাজ গঠন সম্ভব

বিভিন্ন স্থানে মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

গাউছিয়া আহমদিয়া মঞ্জিল : ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে জশনে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়েছে। সোমবার বাদ জোহর থেকে আওলাদে রাসুল (স.) ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (ম.) আয়োজন ও ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর (ম.) সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শরীয়া ও আইন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেহেন্না ও যুক্তরাজ্যের মিনিস্ট্র অব জাস্টিসের মুসলিম চ্যাপ্লেইন মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী। ওলামায়ে কেরামদের মধ্যে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী, চন্দনাইশ জমিরজুরী রজভিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ মওলানা আহমদ হোসাইন আল কাদেরী, ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক, মাইজভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ বশির উল আলম, আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী ও আল্লামা আব্দুল মোস্তফা রহিম আযহারী। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দুল হক খান। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পলিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।
নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ : সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের (এনপিকেপি) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট হল রুমে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাদে মাগরিব খতমে কোরআনেরও আয়োজন করা হয়।
চট্টগ্রাম রাউজানের নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও দুবাই বিজিনেস ফোরামের সদস্য মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং পরিষদের সিনিয়র সদস্য এম শাহেদ সরওয়ারের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ ফরিদ, প্রধান আলোচক ছিলেন পরিষদের সিনিয়র সদস্য মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। মোহাম্মদ তামিম আল মারুফের কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল (দঃ) পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য রেজাউল আজম চৌধুরী। মাহফিলে আলোচনায় অংশ নেন বিশেষ আলোচক হাফেজ মোহাম্মদ ফারুক, পরিষদের সদস্য রেজাউল করিম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ খাঁন, রেজাউল লিটন চৌধুরী, শাহ আমান, হানিফ সিকদার, জাকের হোসেন জুনু, হাসান চৌধুরী, আলতাফ উদ্দিন জনি, কাজী মোহাম্মদ সোহেল, বাবর, মোজাহের, আব্বাস, আলম, লিটন, সাগর, ইব্রাহীম, বাচন, আজিজ, গিয়াস, জুয়েল, খোকন, হাসান, খোরশেদ, মুছা, জাবেদ, মোস্তফা, মানিক, শিবলু, সুজন, সাজ্জাদ, জাহেদ, ইমন প্রমুখ।
পটিয়ার মধ্য বড়লিয়া : পটিয়ার মধ্য বড়লিয়া মাহফিল উদযাপন পরিষদ ও আলা হযরত পাঠাগারের উদ্যোগে ২১ অক্টোবর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান ওয়ায়েযীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান চিন্তাবিদ, লেখক ও গবেষক ড. এ. এস. এম. বোরহান উদ্দীন বলেছেন, প্রিয় নবী রাসূল (সা.) এর আদর্শ ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। মধ্য বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বড়লিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ মনোয়ার। প্রধান বক্তা ছিলেন বহদ্দারহাট ইমাম আলী সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আনছার উল্লাহ নঈমী। মিলাদ মাহফিল উদ্বোধন করেন মধ্য বড়লিয়া আলা হযরত (রহ.) পাঠাগারের উপদেষ্টা মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলা হযরত পাঠাগারের ভূমিদাতা আলী আহমদ। আলা হযরত পাঠাগারের সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ বক্তা খতিব মুহাম্মদ ইমরান হোসেন, খতিব মাওলানা ক্বারী মুহাম্মদ নুরুল আমিন, খতিব মাওলানা মুহাম্মদ এমরান উদ্দিন, খতিব মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন হাশেমী, গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাষ্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুরশীদুল আলম, মুজিবুর রহমান, সাইফুদ্দীন, জাহাঙ্গীর আলম, মিজান উদ্দীন, আবু নোমান, আহাদ, আরিফ, শাওন প্রমুখ।
প্রবাসী সাংবাদিক সমিতি : দুবাইতে প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) আয়োজিত জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষ্যে ‘বিশ্বশান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে মহানবী হযরত মুহাম্মদ (সঃ)’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আবদুুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি. এম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী। বিশেষ অতিথি ছিলেন ড. কামরুল আহসান, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী মো: সালাহউদ্দিন, প্রকৌশলী আবু হেনা চৌধুরী, গবেষক নূর মোহাম্মদ ভূঁইয়া, মোস্তফা কামাল, জসিম মল্লিক, আবু বক্কর, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, জাফর চৌধুরী, নাসিম উদ্দিন আকাশ, মোহাম্মদ আলম উদ্দিন, ওবায়দুল হক মানিক, কবি ওবায়দুল হক, সৈয়দ খোরশেদ আলম, আব্দুর রহিম, মইনুল ইসলাম, ওসমান, মোহাম্মদ আমিনুল, সাইফুল করিম প্রমুখ।
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন : সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্‌যাপন উপলক্ষে কনফারেন্স ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জাম’আত, লন্ডন (ইউকে) সভাপতি ব্যারিস্টার মুনচুর ই আলম আশরাফী বলেন, মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত ও অনুগ্রহ।
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ এরশাদুল আলমের সভাপতিত্বে এ কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সংগঠক ফরিদ আহমদ জিহাদী। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা সচিব মুহাম্মদ দিদারুল আলম।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক সহ-সভাপতি মাওলানা মোসাদ্দেকুর রহমান, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মোতাহের আল হাসান, আকতার হোসাইন, সরোয়ার আলম খাঁ, দিলদার হোসেন, রফিকুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত, আহমুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণী আশরাফী, সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ নাজিম শাহ, মাওলানা আরিফুল ইসলাম আলকাদেরী, এহসান রুবেল, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ কাসেম ফরায়েজী, মুহাম্মদ তৈয়ব রুবেল ও মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহানিয়া শাখা সভাপতি মুহাম্মদ খোরশেদ ইসহাক, মুগলিনা শাখা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল, সানাইয়া-মুররা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াদ, মাইজার শাখা সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ, বৃহত্তর নাজমা শাখার সদস্য সচিব ফজলুল করিম, মাসুদ, তানভীর , মুহাম্মদ তারেক, লোকমান, ওসমান গনি, আজাদ, হাফেজ নেজামউদ্দীন, ফোরকান, জসিম, গাউসিয়া কমিটি ইরানী মার্কেট শাখার আবু তৈয়ব, আল আতিয়া শাখার কর্মকর্তা ইঞ্জিনিয়ার লিয়াকত।

পূর্ববর্তী নিবন্ধআঘাত হেনেছে সিত্রাং
পরবর্তী নিবন্ধবেশিরভাগ দোকান ও গুদামে পানি