উখিয়া ক্যাম্পে ইট বোঝাই ট্রাকের চাপায় পথচারী দুই রোহিঙ্গা কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উখিয়ার ১৫ নং জামতলি রোহিঙ্গা ক্যাম্পের ৯ ব্লকের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতরা হলেন কানতা (১৪) ও নুর কলিমা (১২)। ট্রাক চালককে আটক করা হয়েছে। ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। ওই সময় পথচারী উক্ত দুই রোহিঙ্গা কিশোরী চাপা পড়ে। তিনি বলেন, এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পের ভলান্টিয়ার এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ ও চালক নাসিরকে আটক করেছে বলে জানিয়েছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।









