প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসির উদ্যোগে গত ২৯ আগস্ট আউটকাম বেইজড কারিকুলামের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে লেসন প্ল্যান তৈরি, অ্যাসেসমেন্ট এবং কোর্স ফাইল ম্যানেজমেন্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন আই কিউ এ সি র পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ। তার সাথে ছিলেন আই কিউ এ সি র অতিরিক্ত প্রফেসর মোহাম্মদ মঈনুল হক ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির। উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা এতে বিভিন্ন মুল্যবান মতামত প্রদান করেন।
তাছাড়া রেজিষ্ট্রার খুরশিদুর রহমান এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











