নিজস্ব ভূমিতে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন

চাঁন্দমিয়া সওদাগর ওয়াক্‌ফ এস্টেট

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক এলাকা সংলগ্ন শমসের পাড়াস্থ চাঁন্দমিয়া সওদাগর ওয়াক্‌ফ এস্টেটের নিজস্ব ভূমিতে সম্প্রতি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন এস্টেটের মোতায়াল্লী মো. ইসহাক মিঞা। তিনি এস্টেটের সেবামূলক কার্যক্রম পরিচালনায় ওয়াারিশদের সহযোগিতা কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আশরাফ আলী, মো. আসলাম, আবদুর রহমান, মো. কাদের, শওকত আলী, মো. আনিস, জিয়াউর রহমান, মো. আজাদ, মোহাম্মদ সাজ্জাদ আলী, তানভীর আলম, মানিক, শাহাদাত বিন আশরাফ, মো. মামুন, আলিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ৩ দিনব্যাপী মাই কিচেন হোম অ্যান্ড লাইফস্টাইলএক্সপো শুরু
পরবর্তী নিবন্ধবিএম ডিপোতে ক্ষতিপূরণের দ্বিতীয় দফা চেক বিতরণ