সাতকানিয়া থানার একটি মামলায় জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ৭০ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন। এ সময় আ ন ম শামসুল ইসলামসহ ৪০ জনের মতো আদালত কক্ষে হাজির ছিলেন। বাকিরা পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুবে পাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের একটি রায় ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়।












