চন্দনাইশে কলেজ শিক্ষার্থী জাহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার(১৯ মে) দুপুর ১২টার দিকে মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার কারণে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।
বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম আউয়ালের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারী অবরোধ তুলে নেয়।
এসময় বিক্ষোভকারীরা বলে, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর আশ্বাসে আমরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমাপ্তি করেছি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারাস্থ জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে এসে কিশোর গ্যাং-এর ছুরিকাঘাতে গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল(১৮), এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন সানি(২২) ও এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত সাগর(১৬) গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহত রায়হান হোসেন সানির অবস্থাও গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে অপারেশন চলছিল বলে জানান উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ চৌধুরী।
এদিকে, ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে জিহস ফকিরপাড়া এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।