শাকিব পুত্রের মায়ের সঙ্গে খুনসুটি

| শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

তারকা দম্পতির সন্তান যেন জন্মের পর থেকেই ‘তারকা’। তাদের নিয়ে বাড়তি আগ্রহ থাকে ভক্তকুলের। দেশের তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। তাকে নিয়েও ভক্তদের বাড়তি কৌতূহল রয়েছে। জন্মসূত্রেই আব্রাম খান জয় তারকা। বলাবাহুল্য দেশের একমাত্র জনপ্রিয় স্টার কিড সে। এর আগে কোনো তারকার সন্তান এতো জনপ্রিয়তা পায়নি।

জয়ের এখন মাকে নিয়েই বেশিরভাগ সময় কাটে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দেন এই নায়িকা। বৃহস্পতিবার অপু বিশ্বাস তাঁর ফেসবুক পেইজে একমাত্র সন্তানের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেন।

তার শেয়ার করা ছবিতে দেখা যায় মা-ছেলে একই রঙ ও ডিজাইনের পোশাকে সেজেছেন। ছবিটি শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগেও ঈদের দিন কালো রঙের পোশাকে সেজেছেন অপু। ছেলে জয়কেও পরিয়েছেন কালো পাঞ্জাবি ও কটি। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি অপু বিশ্বাস ফেসবুক পেইজে শেয়ার করে ক্যাপশন দেন: ‘ঈদ মোবারক’।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি গল্পে বিটিভির নাটক ‘বাঘবন্দি খেলা’
পরবর্তী নিবন্ধপ্রশংসায় ভাসছে ‘ভুলোনা আমায়’