পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী রেজাদারদের জন্য সেহরি ও ইফতার বিতরণ করছে মানবিক সংগঠন তোহফা ফর ম্যানকাইন্ড।
১ম রমজানে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পুরো মাসব্যাপী। প্রতিদিন রাত ২টায় নগরীর চার থানা এলাকায় পাঁচশ নিম্ন আয়ের মানুষের বাসায় পৌঁছানো হয় সেহরির খাবার।
এছাড়াও নগরীর চান্দগাঁও, বাকলিয়া, বহদ্দারহাট, পাহাড়তলী, চকবাজার থেকে শুরু করে কুমিল্লা, সিলেট, ঢাকাসহ বিভিন্ন স্থানের মোড়ে মোড়ে মুসল্লিদের বিনামূল্যে ইফতার বিতরণ করছে তোহফা ফর ম্যানকাইন্ড শাখার সদস্যরা।
মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী। তিনি নগরীর পশ্চিম মোহরার মাজার গেট এলাকার শামসুদ্দিন আউলিয়া জামে মসজিদের খতিব।
তিনি বলেনম “২০২১ সালে করোনার লকডাউনে রমজানকালে নগরীর পশ্চিম মোহরা ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের জন্য সেহরি বিতরণের উদ্যোগ নিয়েছিলাম স্থানীয়ভাবে। তারপর সেই কাজ সাংগঠনিকভাবে যাত্রা শুরু করে। এখন সংগঠনের ৩১৭ জন সদস্যদের অর্থায়নে রমজানে ইফতার বিতরণ হচ্ছে। এই সংগঠনটি ব্যাপক সাড়া পেয়েছে।”
এই সংগঠনের রমজান মাসের লক্ষ্য হচ্ছে যারা রমজানে সেহরি এবং ইফতার করতে হিমশিম খায় তাদের সেহরি ও ইফতারের ব্যবস্থা করা।