হাটহাজারী খেলোয়ার সমিতি আয়োজিত স্বাধীনতা কাপ আন্তঃ ক্লাব ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। চূড়ান্ত খেলায় ঝিনুক ২-০ গোলে জাগৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল রানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানের পরিচালক লায়ন মো. সালাউদ্দিন আলী। উপস্থিত ছিলেন ঝিনুক এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ইয়াকুব পারভেজ ও মো. শাহাজাহান ও ডা. মোহাম্মদ হোসেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।











