হেঁটে হেঁটে গিয়েছি চলে গোরের পাশ ধরে
টলটলে বিকেলে কখনো বা আধফোটা ভোরে
রক্ত মাংসে বুকে, পেশীতে লেগেছে টান
কবরগাহে ঘেরা বাঁশের কঞ্চিতে ঠেকেছে প্রাণ।
দু’পাশে জীবন্ত মানুষ, নিমগ্ন সংসার
গোর ঘেঁষে হাঁটে আরো কতো শত শত মখলুকাত
গোর থেকে ডাক আসে কারো কারো
চলে গেছে কতো মনীষী, হলনা শেষ সাক্ষাৎ।
যদি ডাক পাঠায় বিধাতা
হয়না লেখা শেষ কবিতা
দেখবার আগে কিছু প্রিয় মুখচ্ছবি
এ রকমেই ছেড়ে চলে যায় সবই।