ভাষা

রেহেনা মাহমুদ | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ

যত না বলি অন্যের সাথে কথা
তার চাইতেও বেশি বলি নিজের সাথে
আমার মাতৃভাষায়
শান্তি পাই।
তুমিও একবার চেষ্টা করে দেখো
মা বলে ডাকো ভেতর থেকে
দেখো, জন্মদাত্রীর সাথে কী করে
হেসে ওঠে দেশমাতাও
আছে নাকি এমন অন্য ভাষায়!

পূর্ববর্তী নিবন্ধনতুন ঠিকানা
পরবর্তী নিবন্ধরুদ্ধদ্বার