বারবার ঝরে যায় শীতের পাতারা
ফুলগুলো
দিনে দিনে শুষে নেয় সব তাজা রঙ,
তবুও এখানে আমি শষ্য-তৃণ-ফল
জন্মাবো নতুন রঙে,
জন্ম নেব রক্তে স্বেদে নিজেও আবার।
বারবার ডানা মেলে স্মৃতি বলাকারা
উড়ে চলে যাবে
ফলবতী স্বপ্নের আকাশে,
সে আকাশে দুঃখ আছে, আছে স্মৃতিকণা।
যন্ত্রণার পরতে পরতে।
দিনে দিনে তবু আসে বসন্তের হাওয়া।
বারবার মন চলে কোন এক বাসন্তী বীণার
বাদনের শেষ পথে ধরে
হয়তো বা সেও শেষ নয়
শেষের সীমানা, কোন সুরে মেলে দেয় ডানা,
বুঝি, এসে গেছে হয়তো বা
সে সীমানা পেরোবার নতুন ঠিকানা।