নগরীর হাজারীগলিস্থ বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ও সমাজসেবক তপন বিশ্বাস গত ৮ ফেব্রুয়ারি রাতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার প্রয়াণে নবগ্রহ বাড়ী সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ ননী গোপাল আচার্য, সাধারণ সম্পাদক হিরন কান্তি দে বাবুল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












