চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, বিএনপির অস্তিত্ব কখনো চিরস্থায়ী হবে না, কারণ এই অপশক্তিটি স্বাধীনতা বিরোধীদের শিবির। এদেরকে অবশ্যই রুখতে হবে। তা না হলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতাসীন না হলে আমরা কেউ নিরাপদ নয়। কারণ এই অপশক্তিটি সকল অপকর্মের খলনায়ক। তারা কখনো বাঙালি জাতিসত্ত্বাকে বিশ্বাস করে না। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যার পর এদেশেকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল তারা। একটি জাতীয় ঐক্যমত ও ৭১ এর চেতনায় শাণিত হয়ে মুক্তিযুদ্ধের হাতিয়ারকে আবার গর্জে উঠার প্রেরণা সঞ্চয় করতে হবে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় হালিশহর আব্বাসপাড়াস্থ আবু সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৬ নং উত্তর হালিশহর খ ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, রেজাউল করিম কায়সার। ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্ব্বে ও মো. সেকান্দারের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন নাজিমুল হক মজুমদার। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে জসিম উদ্দিন সভাপতি ও মো. সেকান্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।