সাহিত্যচর্চার জন্য বেশি বেশি বই পাঠ করা জরুরি

প্রগতি সাহিত্য সংসদের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

প্রগতি সাহিত্য সংসদের অভিষেক ও প্রথম সাহিত্য অনুষ্ঠান গত ৬ জানুয়ারী চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি মুক্তিযোদ্ধা শুক্কর চৌধুরী, কবি গল্পকার জিন্নাহ চৌধুরী। প্রগতি সাহিত্য সংসদ এর সভাপতি কবি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কথামালা ও স্বরচিত ছড়া ও কবিতা পাঠে অংশ নেন কবি সালাম সৌরভ, গল্পকার রুনা তাসমিনা, কবি ছড়াকার রাসু বড়ুয়া, কবি জায়তুন্নেছা জেবু, কবি মুক্তিযোদ্ধা মাবজুলুল বারী, কবি লিপি বড়ুয়া, কবি তসলিমা খাঁ, কথা সাহিত্যিক মুশফিকুর রহমান, কবি লিটন কুমার চৌধুরী, কবি সায়েম উদ্দীন, কবি ফরিদা আকতার, কবি ছড়াকার নান্টু বড়ুয়া, লেখকএস এম আবদুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি নূর উদ্দীন ও কবি আবৃত্তিকার সোমা মুৎসুদ্দী।
সভায় বক্তারা বলেন, সাহিত্যচর্চার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অধিক হারে বই পাঠ করা। যিনি যত বেশি বই পড়বেন, তিনি তত বেশি ঋদ্ধ হবেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সংগ্রাম গড়ে তোলার আহ্বান
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের হাতিয়ার আবার গর্জে উঠতে হবে