১৩ আসামির সবার সাজা

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩২ পূর্বাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের আলোচিত মামলায় স্থানীয় সন্ত্রাসী দল দেলোয়ার বাহিনীর প্রধানসহ ১৩ আসামির সবাইকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন মঙ্গলবার দুপুরে ৬০ পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
আসামিদের মধ্যে কারাগারে থাকা নুর হোসেন বাদল, আবদুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুমন কন্ট্রাকটর, নুর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ ও দেলোয়ার হোসেন দেলুকে রায়ের সময় আদালতে উপস্থিত করা হয়। বাকি চার আসামি আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেককে পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশীদ লাভলু জানান, ১৩ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার জরিমানা করেছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলার আবেদন স্বামীর
পরবর্তী নিবন্ধরাঁশখালীতে সহপাঠীদের ব্যাটের আঘাতে আহত ছাত্রের মৃত্যু