স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলার আবেদন স্বামীর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩২ পূর্বাহ্ণ

যৌতুক চেয়েছেন, এমন অভিযোগে স্ত্রী রানি আক্তার ও শ্বশুর আল আমীনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন মোহাম্মদ রানা নামের এক ব্যক্তি। তিনি খুলশী থানাধীন লালখান বাজার এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে লিগ্যাল এইডের সহযোগিতায় তিনি মামলার আবেদনটি করেন। আদালত তা গ্রহণ করে দুই জনের বিরুদ্ধেই সমন জারি করেন এবং আগামী ২৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের আইনজীবী ইসকান্দর সোহেল ও আদালত সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালতসূত্র জানায়, মোহাম্মদ রানা ২০১৯ সালে বি-বাড়িয়া জেলার কসবা এলাকার রানি আক্তারকে ভালোবেসে বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতেই শ্বশুর ও স্ত্রী নানা কৌশলে যৌতুক হিসেবে টাকার জন্য তাঁকে চাপ দিতে থাকেন।
আইনজীবী ইসকান্দর সোহেল বলেন, গত ১১ নভেম্বরও বাদীকে মোবাইল ফোনে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে বলা হয়। এখানে শ্বশুর আল আমীন তার মেয়েকে সহযোগিতা করেন। যার কারণে আমরা দুই জনের বিরুদ্ধেই যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী মামলার আবেদন করেছি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধ১৩ আসামির সবার সাজা