হাটহাজারী পৌরসভার রঙ্গিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ রুবেল নামে (২৬) এক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ক সার্কেল হাটহাজারী। গত মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রুবেল পৌর এলাকার আদর্শ গ্রাম উত্তর পাহাড়ের ইলিয়াস মিস্ত্রির বাড়ির মোস্তাফার পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে।