রাজপথের সহযোদ্ধার জন্য কাঁদলেন মোশাররফ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় বক্তব্য দিতে উঠে আবেগে আপ্লুত হয়ে কাঁদলেন রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা যারা একদিন রাজপথে একসঙ্গে ছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেছেন। শুধু আমি আছি। আমারও চলে যাওয়ার কথা ছিল আগেই। কিন্তু আল্লাহ আমাকে এখনো রেখে দিয়েছেন। নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। শেখ হাসিনার উন্নয়নের প্রতি অবিচল আস্থা রাখব, এই শপথ গ্রহণ করি।
গতকাল নগরীর রীমা কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনগরে ৫ লাখ সদস্য সংগ্রহের টার্গেট
পরবর্তী নিবন্ধআদর্শের প্রশ্নে বেঈমানি করেননি কায়সার