বিদেশে কিন্তু অবাধে আমাদের চ্যানেল প্রচার হয় না

প্রভাষক মিনু মিত্র

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

সারা দিন ঘরে বাইরে কাজে ব্যস্ত থাকি। সন্ধ্যার পর গিয়ে টিভি দেখার একটু সুযোগ পাই। এটাই আমার একমাত্র বিনোদন। সে সুযোগও এখন বন্ধ করে দেয়া হয়েছে। একদিক থেকে এ সিদ্ধান্তের পক্ষে আমি। কারণ আমার দেশে বিদেশি চ্যানেল প্রচারিত হচ্ছে, কিন্তু ভিন দেশে আমার দেশিয় চ্যানেল যেতে বাধা পাচ্ছে। দ্বিতীয়ত, তারা এখানে ব্যবসা করে যাবে, সে ক্ষেত্রে বিদেশি বিজ্ঞাপন কেন চলবে? একান্তই যদি চলতে হয়, তবে আমার দেশের মডেলরা সেখানে কাজ করবে। এ দেশেই বিজ্ঞাপন নির্মিত হবে। তাতে সরকার রাজস্ব পাবে।

পূর্ববর্তী নিবন্ধএকদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে বিল অর্ধেক
পরবর্তী নিবন্ধভারতীয় টিভি সিরিয়ালে বাংলাদেশের পারিবারিক বন্ধন নষ্ট হয়েছে