অমিতাভের কাছে দীপিকার নালিশ!

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৫১ পূর্বাহ্ণ

বিয়ের আগে দীপিকা পাড়ুকোনকে দেওয়া কথা রাখেননি রণবীর সিং। তাই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কাছে নালিশ করেছেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে অভিনেতাকে ফোন দিয়ে কথা না রাখার কারণ জিজ্ঞেস করেছেন ‘বিগ বি’! এমনটা ঘটেছে অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হটসেটে। খবর বাংলানিউজের। তবে বিষয়টি সিরিয়াস কিছু না, মূলত হাস্যরসাত্মক আমেজে এমনটাই দেখা যাবে অনুষ্ঠানটির সিজন ১৩-এর একটি পর্বে। প্রতিযোগীরা ছাড়া কেবিসি’তে বিভিন্ন তারকারাও আসছেন অমিতাভ বচ্চনের প্রশ্নের উত্তর দিতে। বিশেষ চমক হিসেবে এবার এতে হাজির থাকবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ ও কোরিওগ্রাফার ফারহা খান। সমপ্রতি প্রকাশ পেয়েছে দীপিকার পর্বের প্রোমো। যেখানে প্রশ্ন -উত্তর পর্ব চলার মাঝে মজার এক মুহূর্তে ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী নালিশ দিয়ে বলেন, রণবীর তাকে কথা দিয়েছিলেন একদিন ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবেন। কিন্তু বিয়ের এতো বছর পড়েও সে কথা রাখেনি। কথাটি শুনে সঙ্গে সঙ্গে অমিতাভকে ফোন করেন রণবীর সিং। ফোন পেয়ে চমকে ওঠেন অভিনেতা, এরপর ‘দীপিকাকে কোলে বসিয়ে অমলেট খাওয়াবেন’ বলে কথা দেন। এরপর সবাই হাসতে শুরু করেন। আগামী শুক্রবার রাত সাড়ে ৯টায় দীপিকা ও ফারহার এই বিশেষ পর্বটি প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘চোখের জলতো খাঁটি’
পরবর্তী নিবন্ধপ্রথমবার সিনেমায় গাইলেন সুমনা