মুজিব-সূর্য বাংলাদেশে

ডা. প্রণব কুমার চৌধুরী | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

বাঙালি তোমার কী চায় আর-মায়ের সহজপাঠ বর্ণমালা
থোকা থোকা রক্তপলাশ ফাগুন হাওয়ায় গাঁথলো মালা।

শহীদ বেদি বিশ্বজোড়া ফুলের দীপ্ত শিখায় অমর গানে
বিজয় মুকুট ‘মুক্তিযুদ্ধ হীরকখন্ড’ শোভন শিরে আত্নদানে
সবার মুখের বোলে মাতৃভাষা-শেকল পরা ভাঙলে তালা
‘মুক্তি’ ‘স্বাধীনতা’ ‘সংগ্রাম’- বঙ্গবন্ধুর তিন বজ্রদ্যুতিমালা।

হাজার বছর শেকড় মূলে ইতিহাসের বাতি জ্বলে
সুন্দরবনে বাঘের সাহস চর্যাপদের দুয়ার খোলে
ষড়ঋতুর শস্যচিত্র মিঠাই পানি জ্যোৎস্না-ইলিশ ঝাঁকে ঝাঁকে
ভাটিয়ালি নৌকা প্রতীক শত নদীর স্পন্দনে বাঁকে বাঁকে।

বাঙালি তোমার আর কি লাগে-কালো সোনার মাটির দেশে
আকাশভরা লক্ষ তারা পূর্বপুরুষ-মুজিবসূর্য বাংলাদেশে।

পূর্ববর্তী নিবন্ধঅন্ধকারের রুদ্র সাধক
পরবর্তী নিবন্ধবীরাঙ্গনা