বীরাঙ্গনা

কমলেশ দাশগুপ্ত | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

একটি চমৎকার ছাপা শাড়ি
তার ওপর বিকেলের কুয়াশাঘেরা বিষণ্ন রোদ;
এইভাবে কোন এক দৃশ্যপটে কিছু শব্দ খুব নিস্তরঙ্গ
হয়তো গভীর কোন অসহায় বোধ! অদ্ভুত ঢেউ খেলানো
ঘূর্ণির হাওয়ার মতো সমুদ্রতটে;
এক প্রাকৃতিক প্যারাশূট আরোহণ!

আমি শুধু দেখতে পাচ্ছি আমার পুরনো দিনের,
অলৌকিক রূপান্তর; কার যেন বীভৎস নখরাঘাত, পাশবিক সম্মোহন;
যাদুকরের তরবারি! হেঁটে যাওয়া আমার ছিন্নভিন্ন জীবন।

চমৎকার ছাপা শাড়ি মুহূর্তেই প্যাঁচানো ম্যানিলা দড়ি!
আমি এক নির্মম মূক পাষাণ প্রাচীর
একটি জীবন এভাবেই নীরবে পান করি।

পূর্ববর্তী নিবন্ধমুজিব-সূর্য বাংলাদেশে
পরবর্তী নিবন্ধশিশিরবিজ্ঞান