সনাতনী কর আইনজীবী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা এডভোকেট এ কে দাশের সভাপতিত্বে ও শেখর দত্তের সঞ্চালনায় গত ২০ মার্চ (শনিবার) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দীপক রঞ্জন বসাককে সভাপতি ও রতন চন্দ্র শর্মাকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
অন্যান্যদের মধ্যে দীপংকর চৌধুরী, শেখর দত্তকে সহ-সভাপতি; সঞ্জীবন চন্দ্র সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক; সুভাষ চন্দ্র বোস, অরূপ দত্তকে সহ-যুগ্ম সাধারণ সম্পাদক; কাঞ্চন দেকে অর্থ সম্পাদক; টিটু কুমার দেকে সহ-অর্থ সম্পাদক; রজত সাহা রণিকে সাংগঠনিক সম্পাদক; সঞ্জয় কুমার আচার্যকে সহ-সাংগঠনিক সম্পাদক, সুকান্ত দত্তকে দপ্তর সম্পাদক, রিংকু দত্তকে প্রচার সম্পাদক, অসীক দত্তকে প্রকাশনা সম্পাদক, সলিল বিশ্বাসকে সমাজকল্যাণ সম্পাদক, এডভোকেট অর্পিতা দাশকে মহিলা সম্পাদিকা, প্রদীপ ধরকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মানস কুমার দাশকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে এডভোকেট এ কে দাশ, এডাভোকেট বিধান কুমার বিশ্বাস, এডভোকেট দয়াল চক্রবর্তী, অধ্যাপক সন্তোষ কুমার দে, রাখাল চক্রবর্তী, এডভোকেট কানুরাম শর্মা, সম্পদ কুমার বসাক এফসিএ, অলক কুমার মজুমদার, নিতাই চন্দ্র দাশ, দিলীপ কুমার ভট্টাচার্য্য, রূপন কান্তি দাশগুপ্ত, এডভোকেট নিখিল চন্দ্র দাশ, বিজয় ভট্টাচার্য্য, বসন্ত আশীষ সুমন, রাজীব সেন, দেবাশীষ দাশ, সুকান্ত দাশ, সৈকত ভট্টাচার্য্য, সৌরভ দাশ, বিপ্লব কুমার ভৌমিক, দেবজ্যোতি চক্রবর্তী ও রূপন কান্তি দত্তকে নির্বাচিত করা হয়।
পরে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত পরিষদের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।