মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকাল ১১টা হতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ নেজাম উদ্দিন, নাতে রাসূল (দ.) পরিবেশন করে আলিম ২য় বর্ষের ছাত্র মো. আরাফাত, মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন ১০ম শ্রেণির ছাত্র মুহাম্মদ আমিরুল ইসলাম, দেশাত্ববোধক গান পরিবেশন করে আলিম ২য় বর্ষের ছাত্র মুহাম্মদ জোবায়েদ হোসেন।
মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ইউনিভার্সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু মোহাম্মদ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রোসাংগিরী ইউনিয়ন পরিষদের সদস্য এস.এম. শফিকুর রহমান ও শফিউল আজম। বক্তব্য রাখেন মাওলানা ফোরকান উদ্দীন, শফিউল আজম চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন, রোসাংগিরী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ এমরান উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাঈদ ইমাম লিটন, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষক মাওলানা রফিক উদ্দীন, উম্মুল ওয়ারা, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নুরুল করিম চৌধুরী, আব্দুর রাজ্জাক, রবিউল হোসেন, মাওলানা দিদারুল আলম, মাওলানা জালাল উদ্দিন, শাহাদাত হোসেন, মাওলানা মনসুর আলম, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা, মাওলানা রেজাউল করিম ও মহিউদ্দিন মানিক।
মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা কায়সার উদ্দীন। পরিশেষে আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।