বোয়ালখালীর কধুরখীল নিবাসী রেনু প্রভা বিশ্বাস গত ২৭ ফেব্রুয়ারি রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, শিবুনাথ বিশ্বাস ফুলু, নাট্যজন চন্দ্রনাথ বিশ্বাস চাঁদু, স্বপন কুমার দে, অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











