বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির সাথে আজ ১৯ ফেব্রুয়ারি সকালে তার নগরীস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন জামালখান ওয়ার্ড থেকে ২য়বার নির্বাচিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরিৎ কান্তি দে, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, শ্বাশত চৌধুরী লিটু, অনিক রুদ্র দাশ যশি, সুশান্ত কুমার দাশ প্রমুখ।
এ সময় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের বিগত ৫ বছরের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বহুমুখী উন্নয়ন কার্যক্রমের সুফলতা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে আগামী ৫ বছর জামালখান ওয়ার্ডের উন্নয়নে কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিকে ফু্লেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ নেতৃবৃন্দ।