১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিশেষ আয়োজন করেছে ওয়েল পার্ক রেসিডেন্সের ৯ম তলায় মোহরা গার্ডেন রেস্টুরেন্ট। বিশেষ দিনগুলোকে বর্ণিল ও স্মরণীয় করে রাখতে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ওয়েল পার্ক বরাবরই আকর্ষনীয় আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বিশ্ব ভালবাসা দিবসে প্রিয়জনকে সাথে নিয়ে কাটানো সময়ের রোমাঞ্চকর ও আনন্দঘন পরিবেশকে ধরে রাখতে স্পেশাল ব্যুফে জনপ্রতি ৮৮৮++ টাকা, যুগলদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারে থাকছে ৬-১০ আইটেমের বিশেষ প্যাকেজ, অতিথিদের থাকছে বিশেষ ফটো বুথ। প্রতিবার দিবসটিতে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় রোমান্টিক গানের আয়োজন থাকলেও এবার স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সংগীতানুষ্ঠান করা হচ্ছে না। গানের অনুষ্ঠান রাখা না হলেও রোমান্টিক আবহ তৈরি করা হবে বলে জানিয়েছেন ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর। বিস্তারিত জানতে ও আগাম বুকিং দিতে ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৭৩০৭৯০১৮৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।