রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) হাটহাজারী শাখার সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন দৌলতের মাতা ও ১৪নং শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বড় বাড়ি নিবাসী রেহানা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ৬ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা নজুমিয়াহাট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রেহানা বেগমের মৃত্যুতে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) রাহে ভান্ডারী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।