আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেডস্থ ইয়ংওয়ান কেএসআই-৩ ইউনিটের সমপ্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২০ ডিসেম্বর কেইপিজেডস্থ প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। কেএসআই ডিএফএম মি. মংম্যাসাই এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারি কর্মকর্তা মো. তৌফিকের পরিচালনায় দশ দিনব্যাপী এই টুর্নামেন্টে ম্যানেজমেন্ট, ডিআইপি, প্যাকিং, কাটিং, স্টিচিং ও ইঞ্জিনিয়ার বিভাগ দলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। খেলা শেষে পলাশ কান্তি নাথ রণীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ংওয়ান ডিজিএম (উৎপাদন) ধীমান কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ম্যানেজার (মান নিয়ন্ত্রন) জামাল উল্ল্যাহ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মো. রফিক, রানা বিশ্বাস, রেজাউল করিম, মো. বায়েজিদ, সেকান্দর আলম, সালাউদ্দিন মুরাদ, মো. নূরুচ্ছফা, মেমোরি চাকমা, মো. আদনান, তারেক হোসেন, আব্দুর রাজ্জাক মাঝি। অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক রুবেল মিত্র, ম্যান অব দ্যা ম্যাচ টিপু খান, ম্যান অব দ্যা টুর্নামেন্ট মো. ফোরকান, ফেয়ার প্লেয়ার সাজ্জাদ হোসেন, রেফারি আবদুর নূর, লাইনম্যান নূরুল আবছার ও নূরুল আলমকে পুরস্কৃত করা হয়।