মাটিকে

দিলীপ কির্ত্তুনিয়া | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:১১ পূর্বাহ্ণ

মাটিকে দেখেনি এখনও ভালো করে
এই দেশে বহু শিশু আছে।
বহু শিশুর পায়ের পাতায় এখনও লাগেনি
জন্ম মাটির দাগ
মাটি তাদের কাছে প্রায় ধুলো ময়লা।
পা- কে বাঁচিয়ে চলে- জুতো আটা পা।
এখনও বহু শিশু শুধু কংক্রিটে হাঁটে-
পায়নি শিশির সিক্ত সবুজ ঘাসের স্পর্শ
উঠোনে নামেনি এখনও বহু শিশু আছে
দোতলা তিন তলায় কেটে যায়
সারাটা বছর।
তারা যদি কেউ কঙবাজারে যায়
পতেঙ্গার বিরল ঢেউয়ে
কাদা গোলা জলে
মনে হয় এই হচ্ছে পূর্ণতার রূপ
এই হচ্ছে প্রকৃত জাগরণ- খাটি সত্তা।

পূর্ববর্তী নিবন্ধআবার একাত্তর
পরবর্তী নিবন্ধআমরাও জেগে আছি মুষ্টিবদ্ধ হাতে প্রতিরোধে