‘নো মাস্ক নো সার্ভিস’ স্লোগানে নগরের সদরঘাট এলাকায় করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। তরুণ আ.লীগ নেতা আবু কাইছার গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ টার্মিনাল ও পূর্ব মাদারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে পথচারীদের মাঝে কয়েক হাজার মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আ.লীগ নেতা শাহেদ ইফতেখার, যুবলীগের জানে আলম, নাদিম উদ্দিন রানা, নুরুদ্দীন জাহেদ, সাফাত বিন, আলভী রহমান, ফয়সাল হাবীব, রুবেল মিয়া, ইউসুফ উদ্দীন সাজু, অছি উদ্দিন জুবায়ের, আজিজুল হাকিম আশিক, জে আর রামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












