বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেডে কর্মরত মো. সাজ্জাদুল ইসলাম বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুইটি কিডনি আর ফুসফুস যক্ষ্মা রোগে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় তার একটি কিডনি পরিবর্তন জরুরি। প্রাথমিক চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সাজ্জাদের পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। ফলে উন্নত চিকি’সার জন্য প্রয়োজন মানবিক সহায়তা। সাজ্জাদের পরিবার সমাজের হৃদয়বান, মানবিক মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, সোহরাব হোসেন, ব্যাংক হিসাব নম্বর : ০৪৪১২১০০১৭১১৮৩, এক্সিম ব্যাংক লিমিটেড, পাহাড়তলী শাখা, চট্টগ্রাম অথবা ০১৮২৮-১২৪৮১১ (বিকাশ পার্সোনাল) বা ০১৬৭১-৭০৯৯৭১ (নগদ পার্সোনাল) নাম্বারেও সহযোগিতার অর্থ প্রেরণ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।