রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের ২০২০-২০২১ রোটাবর্ষের গভর্নর ভিজিট ও নিয়মিত সভা সম্পন্ন করেছেন রোটারি জেলা আইডি-৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল আহমেদ। রোটাবর্ষ ২০২০-২০২১ সালের ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার ইমরানের সভাপতিত্বে সম্প্রতি নগরীর একটি হোটেলে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গভর্নর ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের রিপোর্ট দেখেন এবং প্রত্যকটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন আইপিপি রো. আর্কিটেক্ট মিজানুর রহমান, পিপি রো. ডা. কামাল হোসেন জুয়েল ও পিপি রো. এডভোকট জোবায়ের হোসেন শিবু। ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রো. পিপি আমিনুল হক বাবু, প্রফেসর জাহাঙ্গির চৌধুরি, আহসানুল হক, হাসিনা আক্তার লিপি, শহিদুল্লাহ চৌধুরী, এডভোকেট রিজওয়ান ও আফতাব উদ্দিন সিদ্দিক। ক্লাব মেম্বারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরমানুল হাকিম, রোবায়েত বিন আবেদিন, মাসুদ মোরশেদ, একেএম শহিদুল্লাহ চৌধুরী, এস. এম. মুহিবুর রহমান, ডা. জয়নাল আবেদিন মুহুরি, তৌফিক ফারহাদ, আব্দুল্লাহ আল ওমর, তারেক আবসার, সাহেদুল হক, হাবিবুল্লাহ খান পাশা, শামিম রেজা, আলি নুর মিল্টন, নির্ঝর চক্রবর্তী। রোটার্যাক্টদের মধ্যে উপস্থিত ছিলেন এমরানুল, ফোরকান ও তাসবির। প্রেস বিজ্ঞপ্তি।